উইন্ডোজ ১০ এখুন এটা আর নতুন কিছু নয় বর্তমান সময়ে নতুন এই অপ্রেটিং সিস্টেম নিয়ে বিভিন্ন পোস্ট হচ্ছে কিন্তু আজকে আমি আপনাদের মজার একটি টিপস দেব কিভাবে ফোল্ডার ফাইল হাইড করবেন কোন সফটওয়্যার ছাড়া। এটা আগের ভার্সন গুলতেও হত কিন্তু নতুন এই উইন্ডোজ ১০ এ সিস্টেম একটু আলাদা বিশেষ করে নতুন ব্যবহার কারিদের বুঝতে সমস্যা হতে পারে। তাহলে চলুন কিভাবে কাজটি করেবন তার সহজ কিছু প্রক্রিয়া দেখেনিন সঙ্গে ভিডিও আছে। তবে এই টিপস পুরনো ব্যবহার কারিদের কাজে আসবে না কারন এটা খুবি সহজ একটি বিষয়। এটা শুধু মাত্র নতুন ব্যবহার কারিদের জন্য।
কিভাবে উইন্ডোজ ১০ এ ফোল্ডার ফাইল হাইড করে রাখবেন
প্রথমে যে ফাইল বা ফোল্ডার লুকাতে চান সেই সেটার উপর আপনার মাউস এর ডান ক্লিক করুন এবং Properties এ ক্লিক করুন দেখুন সব নিচে Hide অপশন আছে তাতে ক্লিক করুন। চিত্রে দেখুন
এবার দেখুন যেটা হাইড করলেন সেটা আর দেখা যাচ্ছে না। এই পর্যন্ত সিস্টেম একি আসলে সিস্টেম সবি একি আসলে যাইগা একটু নতুন মনে হতে পারে তাই পোস্ট করা। যাই হোক কিভাবে এই হাইড ফাইল আবার ফিরিয়ে আনবেন।
এর জন্য আপনি This PC তে ক্লিক করুন এবং File এ ক্লিক করুন উপরের ডান পাশ থেকে এবার Change folder and search option এ ক্লিক করুন। চিত্রে দেখুন
এবার যে বক্স আসবে সেখানে সব নিচে দেখুন Hidden files and folders অপশন থেকে Don't Show hidden files, folder or drives আছে এবং আর একটি আছে Show hidden files,folder and drives এখুন আপনি যদি ফোল্ডার দেখতে চান তাহলে Show অপশন সিলেক্ট করবেন আর হাইড করতে চাইলে Don't show সিলেক্ট করে OK করে দিবেন ব্যাস। চিত্রে দেখুন
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও দেখুন
শেষ কিছু কথা :
আশাকরি আর বুঝতে কোন সমস্যা হবে না। তবুও কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন হেল্প করতে চেস্ট করবো। আর হ্যাঁ পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করেও জানাতে পারেন কেমন লাগলো। তাছাড়া উইন্ডোজ ১০ এর কোন প্রশ্ন থাকলে করতে পারেন জানা থাকলে অবশ্যই হেল্প করবো। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
0 Comments