হুওয়ায়ে অফিশিয়ালি কিরিন এ১ চিপ রিলিজ করেছে যা বিশ্বের ১ম ব্লুটুথ ৫.১ ও ব্লুটুথে কম পাওয়ার ৫.১ চীপ। সেপ্টেম্বর ৬ এ প্রকাশিত এই ওয়্যারেবল চীপ পাওয়া যাবে হুওয়ায়ে ফ্রিবাড ৩ ও হুওয়ায়ে ওয়াচ জিটি ২ তে। তা কি আছে হুওয়ায়ের এই নতুন চীপে এবং কি সুবিধা জেনে নিই।
কিরিন এ১ কি?
কিরিন এ১ হুওয়ায়ের ১ম ওয়ারেবল চীপে যা একই সাথে তারহীন অডিও ডিভাইস ও স্মার্টওয়াচ সমর্থন করবে। এটি ব্লুটুথ ৫.১ ও ব্লুটুথ লো পাওয়ার ৫.১ আদর্শ সার্টিফাইড।
মাত্র ৪.৩*৪.৪ মিলিমিটার আকারেই অডিও প্রসেসিং ইউনিট, খুবই কম পাওয়ার অ্যাপ্লিকেশন প্রসেসর, ব্লুটুথ প্রসেসিং ইউনিট, স্বতন্ত্র দক্ষ শক্তি তদারকি বিভাগ যুক্ত রয়েছে।
তোতলামো ও বিচ্ছিন্ন সমস্যার সমাধানেও কিরিন এ১ এ আছে এআই টেকনোলজি, যা ডুয়েল চ্যানেল সিনক্রোনাস যোগাযোগ পদ্ধতি ব্যবহার করবে। প্রতিবন্ধকতা সমস্যা সমাধান করেও যুগপথ ট্রান্সমিশন করে পাওয়ার ব্যবহার কমবে আগের চেয়ে ৫০% এবং কর্মগতি বাড়বে ৩০%।
হুয়াওয়ে কিরিন এ১ সুবিধাঃ
একনজরে কিরিন এ১ চিপের সুবিধে
সাইজে ছোট (কিরিন ৯৯০ ও অ্যাপল এইচ১ চিপের চেয়ে)
৩০% বেশি গতি সম্পন্ন
৫০% কম পাওয়ারে চলে (অ্যাপল এয়ারপডের এর চেয়ে)
ডুয়েল চ্যানেল ট্রান্সমিশন
৬.৫ এমবিপিএস রিয়েলটাইম ডাটা ট্রান্সফার
ব্লুটুথ আলট্রা হাই ডেফিনেশন অডিও ২.৩ এমবিপিএস পর্যন্ত
কোথায় ব্যবহৃত হবে কিরিন এ১ চিপঃ
ওয়্যারলেস হেডফোন, নেক মাউন্টেড হেডফোন, স্মার্টস্পিকার, স্মার্টগ্লাস ও স্মার্টওয়াচ এ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে হুয়াওয়ে।
কিরিন এ১ কি?
কিরিন এ১ হুওয়ায়ের ১ম ওয়ারেবল চীপে যা একই সাথে তারহীন অডিও ডিভাইস ও স্মার্টওয়াচ সমর্থন করবে। এটি ব্লুটুথ ৫.১ ও ব্লুটুথ লো পাওয়ার ৫.১ আদর্শ সার্টিফাইড।
মাত্র ৪.৩*৪.৪ মিলিমিটার আকারেই অডিও প্রসেসিং ইউনিট, খুবই কম পাওয়ার অ্যাপ্লিকেশন প্রসেসর, ব্লুটুথ প্রসেসিং ইউনিট, স্বতন্ত্র দক্ষ শক্তি তদারকি বিভাগ যুক্ত রয়েছে।
তোতলামো ও বিচ্ছিন্ন সমস্যার সমাধানেও কিরিন এ১ এ আছে এআই টেকনোলজি, যা ডুয়েল চ্যানেল সিনক্রোনাস যোগাযোগ পদ্ধতি ব্যবহার করবে। প্রতিবন্ধকতা সমস্যা সমাধান করেও যুগপথ ট্রান্সমিশন করে পাওয়ার ব্যবহার কমবে আগের চেয়ে ৫০% এবং কর্মগতি বাড়বে ৩০%।
হুয়াওয়ে কিরিন এ১ সুবিধাঃ
একনজরে কিরিন এ১ চিপের সুবিধে
সাইজে ছোট (কিরিন ৯৯০ ও অ্যাপল এইচ১ চিপের চেয়ে)
৩০% বেশি গতি সম্পন্ন
৫০% কম পাওয়ারে চলে (অ্যাপল এয়ারপডের এর চেয়ে)
ডুয়েল চ্যানেল ট্রান্সমিশন
৬.৫ এমবিপিএস রিয়েলটাইম ডাটা ট্রান্সফার
ব্লুটুথ আলট্রা হাই ডেফিনেশন অডিও ২.৩ এমবিপিএস পর্যন্ত
কোথায় ব্যবহৃত হবে কিরিন এ১ চিপঃ
ওয়্যারলেস হেডফোন, নেক মাউন্টেড হেডফোন, স্মার্টস্পিকার, স্মার্টগ্লাস ও স্মার্টওয়াচ এ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে হুয়াওয়ে।
0 Comments